সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের দক্ষিণ জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে প্রায় ১৩টি বসতঘর পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। শুক্রবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে গিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. আতিকুর রহমান জানান, রাত ৩টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি।