আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর সমাজ নবগঠিত কমিটির শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


ফজলুল করিম নাহিদ, চট্টগ্রাম >>> সীতাকুন্ডে জঙ্গল সলিমপূর ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের আওতাধীন ৪নং সমাজের নবগঠিত সমাজ উন্নয়ন কমিটির পরিচিতি সভা, মুক্তিযুদ্ধের মহান বিজয় দিবসের আলোচনা ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২৫ ই ডিসেম্বর, সন্ধ্যা-৬.০০ ঘটিকায়, স্থানীয় ৪নং সমাজের প্রধান সড়ক প্রাঙ্গণে নবগঠিত কমিটির নব নির্বাচিত সভাপতি নুরুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তীবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি সাইদুল হক সাদু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট (হাইকোর্ট বিভাগ)’র বিজ্ঞ আইনজীবী ও সি.এল.জি.এ ‘র সভাপতি এডভোকেট আবুল কাশেম, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে ডাঃ মোঃ জামাল উদ্দিন, হেলাল উদ্দিন, ফজলুল করিম, শফিকুল ইসলাম মাষ্টার, হারুন অর রশিদ, আবু তাহের কমান্ডার, মিলন মোল্লা, হুমায়ুন,জাকির হোসেন,আব্দুর রব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আইআইইউসি এর সমন্বয়ক আয়েশা আকতার, আলেয়া আক্তার আখি,ছিদ্দিক শাহীন,মিজান,সোহেল ছোটন বড়ুয়া,আব্দুল হক,বাবুল মিয়া,হাফজ সলিমুল্লাহ, ডাঃ ইমাম,ডাঃ এম.এ সালেহ পাটোয়ারী প্রমূখ বক্তব্য রাখেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সমাজের মাদক নিয়ন্ত্রণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সমাজের সকল নেতৃবৃন্দ সততা ও নিষ্টার সাথে কাজ করলে ২য় স্বাধীনতার সুফল মানুষ পাবে। প্রধান বক্তার বক্তব্যে এড.আবুল কাশেম বলেন- মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ, সমাজের শান্তি শৃংখলা প্রতিষ্ঠায় সমাজ উন্নয়ন কমিটির নেতাদের ভুমিকা অপরিসীম। নবগঠিত সমাজ কমিটি পরিচিতি সভায় নিজেদের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছেন। নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আমজাদ হোসেন বলেন- সমাজে সন্ত্রাস মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের প্রতি ফোটা রক্তের ঋণ পরিশোধে আমরা বদ্ধ পরিকর।সভা শেষে সমাজের শতাধিক অসহায় সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর