বিশেষ প্রতিনিধিঃ
প্রবাসীদের অধিকার আদায়ে জনগণের কল্যাণে গঠিত প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম ডিপোতে অগ্নিকান্ডে নিহতদের মাগফেরাত ও আহতদের পরিপূর্ণ সুস্থতা কামনায়, গত ১৩ জুন বাদে আসর চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেইট সংলগ্ন আবদুর রাজ্জাক শাহ(রহঃ) জামে মসজিদে খতমে কোরআন,খতমে গাউসিয়া, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে গাউসিয়া কমিটি বাংলাদেশ করোনাকালীন সেবা ও কাফন- দাফন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক বিশিষ্ট লেখক ও গবেষক মানবিক ব্যক্তিত্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার এর হাতে অসুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সামগ্রী হস্তান্তর করেন প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক আল্লামা রেজাউল করিম তালুকদার। গাউসিয়া কমিটি বাংলাদেশ সেচ্ছা সেবক টিমের অন্যতম নেতা মো. এরশাদ খতিবি ও মো. আহসান হাবিব। ডায়মন্ড সিমেন্টের ব্যাবস্হাপনা পরিচালক মো. আব্দুর রহিম, বিশিষ্ট সংগঠক মাস্টার মো. আবুল হোসাইন। বিশিষ্ট সংগঠক মাও. গিয়াস উদ্দিন নেজামী, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সদস্য বিশিষ্ট সংগঠক মো. আলমগীর ইসলাম বঈদী।
বিশিষ্ট ব্যাবসায়ী মো. তসকির। প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ প্রতিনিধি সাংবাদিক মো. আরফাত হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ মুহাম্মদ আবরার উল্লাহ সমরকন্দি, মো. আকতার হোসেন, মো. পারভেজ, মো. মুজিব, মো. ইয়াছিন আরফাত প্রমুখ।