আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরিজ নির্ধারণী

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশে আসল পরিবর্তন

জমে গেছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দীর্ঘ সাত মাস পর ওয়ানডে খেলতে নেমে সিরিজের প্রথম ম্যাচে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে হাশমতউল্লাহ শাহিদির দলকে ৬৮ রানে হারায় টাইগাররা। তাই শিরোপা কাদের হাতে উঠছে সেটি নির্ভর করছে তৃতীয় ম্যাচের ওপর।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছেন অধিনায়ক ও প্রথম দুই ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। আর সকালে এমআরআই করানোর পর জানা যায়, তৃতীয় ম্যাচে খেলতে পারছেন না তিনি। এর আগে, প্রথম ওয়ানডেতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম।

শান্ত না থাকায় তৃতীয় ম্যাচে অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর তিন নম্বরে তার রেখে যাওয়া জায়গায় খেলার সম্ভাবনা আছে জাকির হাসানের। যদিও চোট পেয়েছিলেন তিনিও। তবে তার সেই চোট তেমন গুরুতর নয়। মুশফিকের জায়গায় গত ম্যাচেই জায়গা করে নিয়েছিলেন জাকের আলী। আগের ম্যাচে ২৭ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা এই তারকার জায়গা তৃতীয় ওয়ানডেতেও পাকা।

দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয় ম্যাচেও দুই স্পিনার ও তিন পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। স্পিনার হিসেবে নাসুম আহমেদের পাশাপাশি বোলিং কোটা পূরণ করতে পারেন মিরাজ। কয়েক ওভার হাত ঘোরানোর সামর্থ আছে সৌম্যরও। পেসার হিসেবে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ভালোই ফর্মে আছেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আরো পড়ুন

স্পোর্টস ডেস্ক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর