এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ(সিএমপি) কমিশনারের নির্দেশক্রমে ডবলমুরিং থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযান চলাকালীন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোঃ মাসুদ রানা ও ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মোঃ রফিক আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আরিফ ফয়সল এর নেতৃত্বে ডবলমুরিং মডেল থানার একটি আভিযানিক টিম এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএম, এসআই নজরুল ইসলাম, এএসআই কাজী সাইফুল ইসলাম, এএসআই আহসানুল করিম গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারী’২৫ ইং রাত ২১.৪০ ঘটিকার সময় ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া ডেবারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে থানা হতে লুন্ঠিত চায়না রাইফেল এর ১৬ রাউন্ড তাজা গুলি, ০১ রাউন্ড লিড বল কার্তুজ, ০১টি দামা, ০১ টি দেশীয় তৈরি রাম-দা, ০১টি চাইনিজ কুড়াল, ০১টি ধারালো ছোরা, ০১টি হাতুরি, ০১টি খালি মদের বোতল এবং রাত ২৩.৩০ ঘটিকার সময় বেপারীপাড়া কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা, ০১ জন মাদক ব্যবসায়ীসহ ০২ জন মাদকসেবীকে গ্রেফতার করেন। ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডবলমুরিং থানা।
Leave a Reply