আজ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ।


খুলনা সংবাদদাতা>>> সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর, বিক্ষুব্ধ জনতার ডিম নিক্ষেপ করেছেন।খুলনা – ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ৬ জানুয়ারী দুপুরের দিকে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত – ৩ এ তার জামিন আবেদন করলে বিচারক বিচার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।সালাম মুর্শেদীর বিরুদ্ধে খুলনায় ৪ টি মামলা রয়েছে। দিঘলিয়া থানায় হওয়া একটি মামলায় তার জামিন আবেদন করেছিলেন আইনজীবীরা। ২০২২ সালের ২৫ আগষ্ট দিঘলিয়া উপজেলার ফেরিঘাটের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে গত ২৭ আগষ্ট দিঘলিয়া থানায় সালাম মুর্শেদী সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে আদালত তাকে নিয়ে আসা হয়।এ সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা।ভোট চোর, ভোট চোর বলে শ্লোগান দেন তারা। আদালত থেকে তাকে আবারও কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে নেওয়া হয়। আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ বলেন,সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত – (৩) এ দিঘলিয়া থানার একটি মামলায় আজ সালাম মুর্শেদীর হাজিরার দিন ধার্য্য ছিল।এই দিন দুপুর ১২ টার দিকে সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে নেওয়া হয়।এ সময় জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। আগামী ৯ ফেব্রুয়ারী ওই মামলার পরবর্তী দিন ধার্য্য রয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগে গত ২৭ আগষ্ট দিঘলিয়া থানায় এই মামলা দায়ের করা হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর