আজ ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সারাদেশের মতো চট্টগ্রামের আনোয়ারায় এসএসসি ও সমমান পরীক্ষা শুরু


আনোয়ারা প্রতিনিধি: দেশজুড়ে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় আনোয়ারার ৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর ১টা পর্যন্ত।

পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নিয়ম মেনে যথাসময়ে কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষার শুরুতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, আনোয়ারা উপজেলায় ২২টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি দাখিল মাদ্রাসা ও ১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫২০৫জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। যার মধ্যে মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৩০০ জন, মাদ্রাসা বোর্ড থেকে ৬৮৩ জন এবং কারিগরি বোর্ড থেকে ২২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে।

এদিকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে, ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরীক্ষা শুরু হওয়ার পরে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেনসহ কেন্দ্রের সচিবগণ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর