আনোয়ারা প্রতিনিধি: সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “শুদ্ধ বৃত্ত” আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ারা বন্দর কমিউনিটি সেন্টার এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “শুদ্ধ বৃত্ত” আনোয়ারা উপজেলা শাখার সভাপতি- মোহাম্মদ হামিদুল ইসলাম হিরু সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের অতিথি ছিলেন – আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক- মোঃ শাহজাহান, ও জিয়া সমাজকল্যাণ পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক- মোঃ আরিফুল ইসলাম, ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের সদস্য- সাকিবুল ইসলাম সাইমন, জহির- সাবেক সাধারণ সম্পাদক বৈরাগ ইউনিয়ন শ্রমিক দল, আব্দুল নূর, হানিফ, ইলিয়াস, তাজুল ইসলাম, আবরার, সাকিবুল ইসলাম, সাইমন, শাহেদ, মহিউদ্দিন, সাকিব, ইসফাক, মহিম, নিলয়, সৌরভ, শাহীন, জহির, জাবেদ, শাহজাহান, রিয়াদ,মহিউদ্দিন, আসিফ, সাকিব,দিদারুল ইসলাম, নুর হোসেন, সৈয়দ, নুর, কাশেম, হাসান, নিলয়সহ এলাকার মুরব্বী ও বিভিন্ন সংগঠক এবং মান্যগন্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।
এসময় ইফতার ও দোয়া মাহফিলে অতিথির বক্তব্যে আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক- মোঃ শাহজাহান বলেন– অনুষ্ঠানে এসে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এ ধরনের মিলন মেলার ফলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে। এছাড়াও এই সংগঠন বিভিন্ন সমাজ সেবাইও অবদান রাখছে, আয়োজক কে ধন্যবাদ জানায়।
সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “শুদ্ধ বৃত্ত” আনোয়ারা উপজেলা শাখার সভাপতি- মোহাম্মদ হামিদুল ইসলাম হিরু বলেন- প্রাচুর্য ও দরিদ্রতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মহান আল্লাহ কাউকে অঢেল সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে সে মহান আল্লাহর দেওয়া সম্পদ কী কাজে ব্যয় করছে। আল্লাহর শোকর কতটুকু আদায় করছে। সম্পদের জাকাত ঠিকমতো দিচ্ছে কি না, অভাবীর অভাব মোচনে সচেষ্ট হচ্ছে কি না। আবার কাউকে কাউকে দরিদ্রতা দিয়ে দেখেন যে সে তার দরিদ্রতার ওপর ধৈর্য ধরতে পারছে কি না, আল্লাহর সিদ্ধান্তে তার কোনো অভিযোগ আছে কি না।
ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন; পূর্বে এত সুন্দর আয়োজন আমরা দেখি নি। আমাদের সামাজিক সংগঠন আসলেই ব্যতিক্রম। এ সংগঠনের উত্তরাত্তুর সফলতা কামনা করছি, এভাবেই এগিয়ে আসুক প্রতিটি সমাজের মানুষ।
Leave a Reply