আজ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক ছাত্র লীগ ক্যাডার থেকে আওয়ামী এসআই শাহজান- হয়রানি থেকে বাঁচতে ভুক্তভোগীদের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁওর সাবেক ছাত্র লীগ ক্যাডার ও আওয়ামী এসআই শাহজানের বিরুদ্ধে স্থানীয়সহ বিভিন্ন লোকজন কে হয়রানি ও ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা  পুলিশ হেডকোয়ার্টার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে ।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, এক সময়কার ছাত্র লীগ ক্যাডার ও আওয়ামী এসআই মো: শাহজান পলাতক আওয়ামী সরকারের সময়ে কক্সবাজার সদর আসনের বিকাশ এমপিখ্যাত সাইমুম সরওয়ার কমল,আওয়ামী আমলা কারারুদ্ধ সাবেক সচিব হেলাল উদ্দিন ও সাবেক ডিজিএফআই প্রধান হামিদুল হকের অনৈতিক সুপারিশে মোটা অংকের অবৈধ লেনদেনের বিনিময়ে ২০১৮ সালের দিকে আওয়ামী কোটায় বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পান। এক সময়কার দরিদ্র পিতার সন্তান মো: শাহজান কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব ইউছুফের খিল গ্রামের নুরুল ইসলামের ছেলে। মো: শাহাজাহান অবৈধ উপায়ে উক্ত পদে নিয়োগের পর থেকেই আওয়ামী স্বৈরচারী কায়দায় পুলিশি ক্ষমতার অপব্যবহার শুরু করে। অল্প সময়ে মধ্যে যেখানেই দায়ীত্ব পালন করেছেন সেখানেই জামায়ত- বিএনপি লোকদের বিরুদ্ধে মামলা,হুমকি,অত্যাচার, নির্যাতন ও আটক বাণিজ্যসহ নানা অনৈতিক উপায় অবলম্বন করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে যান। এছাড়া নামে বেনামে গ্রামে-শহরে অনেক জায়গা সম্পত্তি ক্রয় করেছেন এ অবৈধ টাকায়।যার হয়রানি থেকে স্বয়ং রক্ষা পাচ্ছেনা নিজ এলাকার লোকজনও। এমন অভিযোগ ও উঠেছে, তার পৈত্রিক এলাকায় কেউ নতুন ঘর নির্মাণ করলে সেখানে অহেতুক দূর থেকে পুলিশি ক্ষমতা অপব্যবহার করে বাঁধা সৃষ্টি করে। তার বাঁধা না মানে স্থানীয় থানা পুলিশ ও বহিরাগত লোকদের দিয়ে সাজানো মিথ্যা মামলা করিয়ে তাদের হয়রানি করে । এমনই এক ভুক্তভোগী হচ্ছে তার প্রতিবেশী ও নিকটাত্মীয় জাফর আলম ও মনজুর আলমগং। তাদের অভিযোগ, শতবছরের পৈতৃক জায়গায় তারা ঘর নির্মাণ শুরু করলে উক্ত আওয়ামী এসআই শাহজান অহেতুক জায়গা পাবে দাবি করে তাদের নির্মাণ কাজে বাঁধা দেয় এবং তার কর্মস্থল থেকে পুলিশ কর্মকর্তা পরিচয়ে ফোনে ঈদগাঁও পুলিশকে ব্যবহার করে তাদের বারবার হয়রানি করে। এতেও ব্যর্থ হলে বহিরাগত আমীর সোলতান নামের এক লোককে জায়গার দাবিদার সাজিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিয়ে হয়রানি করে আসছে অদ্যাবধি । বিবাদী জাফর গংয়ের দাবি, মামলার বাদি বৃদ্ধ আমির সোলতান নিজে তাদের নিকট স্বীকার করেছেন, প্রতারণার আশ্রয় নিয়ে তাকে উক্ত মামলার বাদি সাজায় এ আওয়ামী পুলিশ শাহজাহান ও তার বাবা।

অভিযোগকারীদের দাবি, তদন্ত করলেই বেরিয়ে আসবে এ আওয়ামী ক্যাডার পুলিশ কর্মকর্তা শাহজানের অবৈধ নিয়োগ প্রক্রিয়া ও সমস্ত অপকর্ম। অবিলম্বে এ আওয়ামী এসআই শাহজানকে অপসারণ পূর্বক পুলিশ প্রশাসনের ভাবমূর্তি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

উপরোক্ত অভিযোগের বিষয়ে ওয়ার্ড ইউপি সদস্য ও যুবলীগ নেতা দিদারুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করা হলে জানান, শাহজান দলীয় লোক হওয়ায় বিগত ক্ষমতাশীন দলের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের নিকট গিয়ে তাকে নিয়োগে সুপারিশ পত্র পাইয়ে দিতে সহযোগিতা করি। তবে নিয়োগ পরবর্তী সে ক্ষমতার অপব্যবহার করে এলাকার লোকদের নানা ভাবে হয়রানি করছে বলে শুনছি ।

অভিযোগ উঠা এসআই শাহজানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি চট্টগ্রাম পুলিশ লাইনে কর্মরত আছেন জানিয়ে উপরোক্ত অভিযোগে জড়িত নয় দাবি করে প্রশ্ন গুলো এড়িয়ে যান ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর