আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান যুবলীগ নেতা গ্রেফতার


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি,কক্সবাজার ।। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান ও কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি টিম রামু খুনিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ বিদ্যুৎ মেম্বারকে গ্রেপ্তার করেন।

অভিযোগ রয়েছে, রামু উপজেলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ বিদ্যুৎ এমপি কমলের আস্থাভাজন হিসেবে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাতেন। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনে কক্সবাজারে ছাত্র-জনতার উপর হামলা করার অভিযোগও রয়েছে। তিনি খুনিয়াপালং এলাকায় কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহ বিদ্যুৎকে নাশকতা মামলা দিয়ে রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এদিকে দীর্ঘদিন পর আব্দুল্লাহ বিদ্যুৎ গ্রেফতারের খবর পেয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা রামু পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর