আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক এমপি ফজলে করিমের ২ ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা


অনলাইন ডেস্ক: রাউজানের সাবেক এমপি কারাবন্দি এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (১৬ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর সিনিয়র স্পেশাল জজ নুরুল ইসলাম শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে।

এই কারণে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করে। রাউজানে সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে টাকা পাচারসহ তার ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে দুদ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর