আরফাত হোসেন
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়ীয়া কুতুব বাড়ী প্রখ্যাত অলিয়ে কামেল হযরত শাহ্ সূফী ছৈয়দ মাওলানা কুতুব শাহ্ (রহঃ)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) কুতুব শাহ্ (রহঃ)’র মাজার প্রাঙ্গণে এ ওরশ শরীফ ও মাহফিলের আয়োজন করা হয়। হযরত শাহ্ সূফী ছৈয়দ মাওলানা কুতুব শাহ্ (রহঃ)’র দরবার শরীফ ও ওরশ শরীফ এন্তেজামেয়া কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব অলি আহমদ সওদাগরের সভাপতিত্বে মাওলানা জাকের হোসেন কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সামান্তা গ্রুপের চেয়ারম্যান ও চন্দনাইশ পৌরসভা এলডিপি’র সভাপতি এম আইনুল কবির, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, ত্বকরীর পেশ করেন চট্টগ্রাম উরকির চর মোহাম্মদীয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী (মা.জি.আ), বোয়ালখালী গোমদন্ডী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা আহমদুল হক মাইজভান্ডারী (মঃ জিঃ আঃ)।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো. আলী সওদাগর, নুর আহমদ, মাহমুদুর রহমান, সৈয়দ আহমদ, মীর আহমদ, আবদুস সালাম সওদাগর, রফিকুল ইসলাম, জসিম উদ্দিন সওদাগর, আবদুল আলীম, আবু সালেক, শফিকুল ইসলাম, আনিছুর রহমান, রিয়াজ উদ্দিন, মহিউদ্দিন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা আহমদুল হক মাইজভান্ডারী (মঃ জিঃ আঃ)।
Leave a Reply