২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএইচ সি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের লক্ষ্যে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে আজ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।কলেজ অধ্যক্ষ শীব শংকর শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাতকানিয়া আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির মান্যবর সভাপতি আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ‘পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ক্লাস ও নিয়মিত অধ্যয়নের বিকল্প নাই। শিক্ষকদের যথাযথ পরামর্শ গ্রহণ ও অভিভাবকদের সচেতনতায় পারে একজন শিক্ষার্থীর পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চায়নে।’প্রভাষক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন ফারুখে আজম ট্রাস্টের চেয়ারম্যান আব্দুস ছালাম আজাদ।
এতে আরো বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন। শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে বক্তব্য দেন অধ্যাপক ছমি উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন,প্রভাষক তামজিদুল ইসলাম, প্রভাষক রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে ২০২২ সালের পরীক্ষার্থী সাদিয়া সুলতানা,তাহমিনা আক্তার শিক্ষার্থীদের হয়ে বক্তৃতা দেন।
Leave a Reply