সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের উদ্যোগে ২৫ মে, ২০২২ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী কলেজ মিলনায়তনে উদযাপিত হয়। কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ নুরুল আবছার চৌধুরী। কবি কাজী নজরুল ইসলাম উপমহাদেশের অনন্য প্রতিভা। তাঁর প্রতিভাকে মূল্যায়ন করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে কবিকে জাতীয় কবির মর্যাদা দিয়ে দেশে ফিরে আনেন। ব্রিটিশদের শোষণ, নির্যাতন ও নীপিড়ন থেকে মুক্তিকামী কবিকে যথাযথ মর্যাদা দানে বঙ্গবন্ধু মোটেও কার্পণ্য করেননি।
এতে কবির প্রতি বঙ্গবন্ধুর অসামান্য শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ পায়। প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রভাষক আরিফুর রহমানের সঞ্চালনায় কলেজ অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তৃতা করেন কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ রকিবুল হক দীপু, কলেজ শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন রুহুল কাদের, জয়নাল আবেদীন, জন্নাতুন নাঈম, মুহাম্মদ রুহুল আমিন, মিজানুর রহমান, ছাত্রীদের মধ্যে বক্তৃতা দেন জুবাইদা সোলতানা, নাঈলা বিততে আলম, সুমাইয়া আকতার, কবিতা আবৃত্তি করেন নুসরাত জান্নাত, উম্মে মাহিনুর, নাইলা বিনতে আলম, রুখসানা আকতার রানী, সুমাইয়া আকতার, নজরুল সংগীত পরিবেশন করেন অংকিতা দাশ, তুহিন আকতার, মিশকাতুল জান্নাত ও ইসরাত জাহান প্রমুখ।