আজ ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ সম্পন্ন


মোঃ রিফাত, সাতকানিয়া: সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ২ মার্চ, কলেজ মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী।বরণকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কলেজ জীবনকে বাস্তব জীবনে উপভোগ করার জন্য নিয়মিত অধ্যয়নের বিকল্প নেই।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী হয়েও বিশ্বে যে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন , আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে এই ধারা তোমাদের অব্যাহত রাখতে হবে। বর্ষা মৌসুমে কলেজ মাঠ ও আঙিনা ডুবে না যায় মতো চারিদিকে রিটেইনিং ওয়াল নির্মাণ ও কলেজ মাঠ প্রশস্ত করার জন্য সরকার, মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়, সাংসদ ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে এসব দাবিও উত্থাপন করা হয়।

অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন ও অধ্যাপক রুহুল কাদের সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং সদস্য, সাতিকানিয়া সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন।কলেজ শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেন ফরিদ আহমদ, মোঃ ছমি উদ্দিন, অনুষ্ঠানের আহ্বায়ক জয়নাল আবেদীন, আব্দুচ ছবুর, খাদিজাতুল কোবরা চৌধুরী, আয়েশা জোবাইরা, জান্নাতুন নাঈম পপি, তামজিদুল ইসলাম, মুহম্মদ রুহুল আমিন, আরিফুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে শিক্ষাপঞ্জি প্রদান করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর