আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে শহিদ দিবস পালিত


১৯৫২ সালে বাংলাভাষার জন্য জীবন উৎসর্গকৃত বীর সন্তানদের স্মরণে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি, সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।অধ্যক্ষ শিব শংকর শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ নুরুল আবছার চৌধুরী। একুশ মানে মাথা নত না করা, তা প্রমাণ করার জন্য বিশ্বের বুকে বাংলাভাষাকে প্রতিষ্ঠিত করার বিকল্প নেই। তাই বাংলাভাষাকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। প্রধান অতিথির বক্তৃতায় আলহাজ নুরুল আবছার চৌধুরী এসব কথা বলেন।

অধ্যাপক জয়নাল আবেদীন ও অপধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গভর্নিং বডির সদস্য ঈসমাইল হোছাইন ও মোহাম্মদ কামাল উদ্দিন। আরও বক্তৃতা করেন অধ্যাপক ফরিদ আহমদ, মো. ছমি উদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদীন, রুহুল কাদের, জিএম আসাদুল্লাহ ইসলামাবাদী, আব্দুচ ছবুর, মুহম্মদ রুহুল আমিন, আরিফুর রহমান, এবং ছাত্রনেতা পারভেজ, মাহফুজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে শহিদ মিনারে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর