আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় ভোটের পোস্টার লাগাতে গিয়ে কিশোরের মৃত্যু


সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নে ভোটের পোস্টার লাগাতে গিয়ে মো. তারেক নামে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমাবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ছদাহা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত তারেক ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাজী পাড়ার মো. বাবুলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছে উঠে স্থানীয় এক ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী পোস্টার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কেরানীহাটের আশশেফা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল বলেন, লাশটি হাসপাতাল থেকে থানায় আনা হচ্ছে। সুরতহাল তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর