সাতকানিয়া উপজেলায় দুই নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার এওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড টুড়ির বাড়ির মো. ইউনুছের ছেলে মিজবা উদ্দিন (২০) এবং কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বকশীরখীল এলাকার মৃত মীর আহমদের ছেলে মো. আলমগীর (২১)।
শনিবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার এওচিয়া এবং কাঞ্চনা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী নেজাম উদ্দিন বলেন, আমার মেয়ে এবং শালিকা গত ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে এওচিয়া ইউনিয়নে পান সুপারি কিনতে দোকানে গেলে মিজবা ও আলমগীর তাদের জোরপূর্বক পাহাড়ে তুলে নিয়ে ধর্ষণ করে এবং পরদিন এলাকায় ফেলে যায়। সেখান থেকে আমরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসা শেষে সাতকানিয়া থানায় মামলা দায়ের করি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, দু’জন নারীকে পাহাড়ে নিয়ে ধর্ষণ করেছে এমন অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।