আজ ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়া মহিউদ্দিন হত্যার আসামি মিনহাজ গ্রেফতার


সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া আমিলাইশ মহিউদ্দিন ড্রাইভার হত্যার আসামি মোঃ মিনহাজকে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) কেরানিহাট মাও শিশু হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃত মোহাম্মদ মিনহাজ উদ্দিন (৩২) উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরতী বাজার এলাকার, মাহমুদুল হক’র পুত্র।

গত ২৯ মে ২০২৪ সাতকানিয়া আমিলাইশ ইউনিয়নে রাত ৭টার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়ননের দক্ষিণ আমিলাইষ শাহ পারওয়াল বাড়ি এলাকায়,স্থানীয় বাসিন্দারা ধান চোর ধান চোর বলে ডাক দিলে যারা গাড়িতে ধান তুলছিলো তারা পালিয়ে গেলেও চালক মোহাম্মদ মহিউদ্দিনকে লোকজন আটক করেন। পরে ধান চোর সন্দেহে মহিউদ্দিনকে স্থানীয় লোকজন গণপিটুনি দেন। রাত সাড়ে ১২টার দিকে জরুরী সেবা ৯৯৯- এর কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন। এরপর গুরুতর আহত মহিউদ্দিনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। এরপর বৃহস্পতিবার সকালে মহিউদ্দিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল।

নিহত মহিউদ্দিন বোন ইয়াসমিন আক্তার বলেন, আমার ভাইকে ধান চুরির অপবাদ দিয়ে নির্মমভাবে যারা হত্যা করেছে,তারমধ্যে মিনহাজ উদ্দিন (৩১) ১ নং আসামি সর্বমোট ১০ জনকে আসামি করেছিলাম,অনেকদিন পর একজন আসামি গ্রেফতার করেছে পুলিশ।তবে আমি এবং আমার পরিবার চাই বাকি আসামি,কামরুল হাসান,হেলাল উদ্দিন,জিহান,বাবুল,সায়েম হাসান,জিয়াবুল হক,তরফান গিয়াস উদ্দিন,উভয়ের সাং সাতকনিয়া আমিলাইশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চরতি বাজার,প্রত্যেককে গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে ফাঁসি কার্যকর করা হোক।

নিহত মোহাম্মদ মহিউদ্দিনের বাবা আলী আহমেদ বলেন, সেদিন রাতে কে বা কারা আমার ছেলে মহিউদ্দিনকে ধানের ভাড়া নেয়ার কথা বলেছিলো। পরের দিন গত বুধবার সকালে সে ধানের ভাড়া টানার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে ফিরে আসার সময় বাজার করে নিয়ে আসারও কথা ছিলো। ছেলেটি মাত্র ২৩ দিন আগে বিয়ে করেছে। সে চোর নয়। যারা তাকে ভাড়া করে নিয়েছিলো তারাই হয়ত চুরির সঙ্গে জড়িত ছিল আমি আমার ছেলে হত্যার ফাঁসি চাই।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহিদুল ইসলাম বলেন,মিনহাজ উদ্দিন (৩২) অত্র ইউনিয়ন,ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পদে ছিলেন,তিনি আলোচিত মহিউদ্দিন ড্রাইভার হত্যার ১ নাম্বার আসামি।

থাকে প্রাথমিকভাবে এই মালালায় গ্রেফতার দেখানো হয়েছে,৫ ই আগস্ট এর আগে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে আরো মামলা হচ্ছে, আইনানুগ ও প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর