সাতকানিয়ার মির্জারখীল চৌধুরী পাড়ার কৃতি সন্তান আলহাজ নুরুল আবছার চৌধুরীর ৫৭তম জন্মদিন উপলক্ষে গত ২০ জুন, ২০২২ তারিখ বিকেলে সাতকানিয়া বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জন্মদিন উপলক্ষে এলাকার কয়েকটি মসজিদে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনায় বিশেষ মোনাজাত পরিবেশিত হয়। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি। আলহাজ নুরুল আবছার চৌধুরীর সমাজসেবা ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে তাঁর ও তাঁর পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়। বিজ্ঞপ্তি।