আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোনো মূল্যে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। কোনো অবস্থাতেই বাজারকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় টাস্কফোর্স অভিযান জোরদার করেছে উপজেলা প্রশাসন। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম চলছে। একইভাবে টাস্কফোর্সের বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।শুক্রবার (২৫শে অক্টোবর)সকাল ১০ টার দিকে সাতকানিয়ার ঠাকুরদীঘি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, কাচাবাজারে ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫ টি মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। সকল পাইকারি ও খুচরা দোকানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও ছাত্র জনতা।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সাতকানিয়ার ঠাকুরদীঘি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫ টি মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।