আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া কাঞ্চনায় গৃহবধূর আত্মহত্যা


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়ায় বাবার বাড়িতে বেড়াতে যেতে না দেওয়ায় নাহিদা আকতার (১৯) নামে এক গৃহবধূ গলায় ওড়নায় গিট দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ফুলতলা বাজারের মিনহাজ মিয়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।পুলিশ জানান, নাহিদা আকতারের স্বামী মো. মানিক ফুলতলা এলাকার আল্লাহর দান নামক একটি খাবার হোটেলে চাকরি করেন। ঘটনার দিন সন্ধ্যার দিকে হোটেল থেকে বাসায় আসলে বাসায় স্ত্রী নাহিদা বাবার বাড়ি যাওয়ার জন্য আবদার করলে স্বামী ২-৩ দিন পর যাওয়ার কথা বলে ঘুমিয়ে পড়ে। এ সময় একই বিছানায় স্ত্রীও শুয়ে ছিল। প্রায় আধ ঘণ্টা পর স্বামী জেগে ওঠে দেখে জানালার দেওয়ালের সঙ্গে লেগে স্ত্রী গলায় ওড়নার গিট লাগিয়ে ছটফট করছিল। এ সময় স্বামীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে স্ত্রীকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।মৃত নাহিদার ছোট ভাই রেজাউল করিম জানান, আমাদের বাড়ি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মিনজিরিতলা এলাকায়। বিগত তিন বছর আগেই একই এলাকার মো. আলী আকবরের ছেলে মো.মানিকের সাথে আমার বোনের বিয়ে হয়। তাদের সংসারে ১ সন্তান ছিল। পরে মারা যায়। রেজাউল আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে তেমন সমস্যা আমাদের জানা নাই।কেন বোন আত্মহত্যা করেছে তা বুঝতে পারতেছি না। তবুও বিষয়টি পুলিশকে তদন্ত করার জন্য আহ্বান করেছি। এ বিষয়ে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ্ মামুন বলেন গত রাতে নাহিদা আক্তার কে তার পরিবার হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেন।তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। সাতকানিয়া থানার ওসি তদন্ত মোঃ আহমদ মুন্নাফ বলেন,আমরা  তদন্ত করে দেকতেছি ঘটনার আসল রহস্য কি ? লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।তার ভাই রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।সাতকানিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর