আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া পশ্চিম গাঠিয়াডাঙ্গা এলাকায় কথিত মুক্তিযুদ্ধা শামসুল আলমের বিরুদ্ধে ভুয়া সনদ জায়গা জমি আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।শনিবার( ৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে, গাটিয়াডাঙ্গা,৭ নম্বর ওয়ার্ড লাল মিয়া হাজির বাড়ি এলাকার বাসিন্দা ভুক্তভোগী আবু ছালের নেতৃত্বে এলাকাবাসী এ অভিযোগ করেন। তার বক্তব্য নেওয়ার জন্য সাংবাদিকরা বাড়ির সামনে গেলে কথিত মুক্তিযুদ্ধ শামসুল আলম কোথায় জানতে চাইলে,তার স্ত্রী বলেন,উনি বাড়িতে নাই,তার বাড়ি থেক সাংবাদিকরা চলে আসলে হঠাৎ করে বের হয়ে সাংবাদিক এবং এলাকাবাসীকে গালিগালাজ করে ক্ষিপ্ত হয়ে আসেন তিনি,তখন তার উচ্চস্বরে ডাক শুনে সংবাদকর্মীরা ,তার দিকে এগিয়ে গেলে, প্রতিপক্ষকে মারমুখী হয়ে গালিগালাজ করতে থাকে এবং একপর্যায়ে সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়।এলাকাবাসী সূত্রে জানা যায়।কথিত মুক্তিযোদ্ধা শামসুল আলম ভুক্তভোগী আবু ছালের জমি দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছেন।ভুক্তভোগী তার পৈতৃক সম্পত্তিতে দখলে যেতে চাইলে তিনি থানা পুলিশ উপজেলা প্রশাসন চেয়ারম্যান এর নাম উল্লেখ করে হুমকি দমকি প্রদান করে।প্রতিবেশী একজনের বিয়ের জন্য পাত্রী দেখতে আসলে বরপক্ষকে মেয়ে পক্ষের নামে বদনাম করে সম্পর্ক ভেঙ্গে দেয়। তার এই অহেতুক কারণে মেয়েটির এখনো বিয়ে হয়নি।কথিত মুক্তিযোদ্ধা শামসুল আলম,তার ছেলের বউকে নির্যাতন করার কারণে।তার ছেলে,বউ নিয়ে বাসা ভাড়ায় চলে যান।এই বিষয়ে ভুক্তভোগী আবু ছালেহ বলেন আমার পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন যাবত দখল করে আছে এবং বিগত সরকারের আমলে তিনি বিভিন্নভাবে মামলা দিয়ে আমাদের এলাকায় আসতে দেয়নি,তি বছরখানেক আগে হঠাৎ করে তিনি মুক্তিযোদ্ধা দাবি করে,দেশ স্বাধীনের এত বছর পর এতদিন পর কেন মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করছেন সেটা এলাকাবাসীর দেখার বিষয় তিনি কোন মুক্তিযোদ্ধা নয়।তিনি গত সরকারের আমলে বিপুল সংখ্যক টাকা দিয়ে মুক্তিযোদ্ধা সনদ অর্জন করেছেন যাহা এলাকাবাসী সবাই জানেন।প্রশাসনের কাছে অনুরোধ তার এই জুলুম স্বৈরাচারী প্রভাব থেকে বাঁচতে,তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল ও আমাদের জায়গা পরিমাপ করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।এ বিষয়ে শামসুল আলম'র কাছ থেকে জানতে চাইলে,তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন,এবং জায়গা জমি বিরত নিয়ে তার কোন সমস্যা নাই,তার পৈতৃক সম্পত্তিতে তিনি আছেন বলে দাবি করেন।