আব্দুল্লাহ আল মারুফ >>> এস্কেভেটর দিয়ে মাটি কর্তনকালে এস্কেভেটর চালক মো:শেফায়েত হোসেন নামের এক ব্যক্তিকে কে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।রবিবার (৩ ফেব্রুয়ারি)উপজেলার পাটানিপুল,রসুলাবাদ,কালিয়াইশে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযুক্ত মো: শেফায়েত হোসেন (২১)বাঁশখালী উপজেলার মৌলভীপাড়া, খানখানাবাদ ইউনিয়নের মৃত ইমাম হোসেন’র পুত।অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-ফারিস্তা করিম।অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ সাতকানিয়া থানার পুলিশের একটি টিম।তিনি আজ বিকেল পাঁচটার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান উপজেলার পাটানিপুল,রসুলাবাদ,কালিয়াইশে অবস্থিত (এসবিএল) ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে এস্কেভেটর দিয়ে মাটি কর্তনকালে এস্কেভেটর চালক,মো: শেফায়েত হোসেন (২১) কে হাতেনাতে নাটক করা হয়।তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
Leave a Reply