নিউজ ডেক্স>>>চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার সাঙ্গু নদী থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন ও ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।এ সময় ইজারা ব্যতীত ও অবৈধভাবে উত্তোলিত প্রায় ১৫ হাজার,৪ শত,ফুট অবৈধ বালু জব্দ করা হয়।বুধবার (৮ জানুয়ারী) উপজেলার চরতী ইউনিয়নে রাজঘোনা,দুরদুরী (ঘোনাপাড়া) এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।জানা যায়,উপজেলার চরতী ইউনিয়নে রাজঘোনা,দুরদুরী (ঘোনাপাড়া) এলাকায় সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।খবর পেয়ে আজ সকালে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিমেের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-ফারিস্তা করিম।অভিযানে সার্বিক সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ,আনসার সদস্য,সাতকানিয়া ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।স্থানীয় সূত্রে জানা যায়।কিছু রাজনৈতিক দলীয় প্রভাবশালীরা,দিনে রাতে বালু উত্তোলনসহ ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে,দিন দিন তাদের অপকর্ম বেড়েই চলছে।এলাকার চিহৃিত সন্ত্রাসীরা বালু লুটের সিন্ডিকেট করলেও মুখ খুলতে সাহস করে না স্থানীয়রা।সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-ফারিস্তা করিম জানান,গোপন সংবাদের ভিত্তিতে,উপজেলার,চরতী ইউনিয়নের দুরদুরী (ঘোনাপাড়া) এবং রাজঘোনা নামক স্পটে অবৈধ বালু উত্তোলন হচ্ছে।এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে,উল্লেখিত ২টি স্পট হতে ইজারা ব্যতীত ও অবৈধভাবে উত্তোলিত প্রায় ১৫ হাজার ৪ শত ঘনফুট বালু জব্দ করা হয়।অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply