আজ ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় সাঙ্গু নদী

সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন


সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এলাকাবাসীর মানবন্ধন

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাঙ্গু নদী থেকে বালু খেকুরা অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীগর্ভে বিলীন হয়েছে অসংখ্য বসতঘর ও শতশত একর ফসলি জমি। আবারও নতুন করে বালু উত্তোলনের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে মানববন্ধন করেছে এলাকাবাসীরা।

শনিবার (২ নভেম্বর) মোক্তেয়ারকুম এলাকায় নলুয়া ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে নতুন করে বালু উত্তোলন করার কূ-পরিকল্পনা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নলুয়া ২ ও ৩ নং ওয়ার্ডের মোক্তেয়ারকুম হতে নজুমিয়ার টেক এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় শতশত বসতঘর নদী ভাঙ্গনে বিলীন হয়েছে। বালু উত্তোলন করায় পানি উন্নয়ন বোর্ডের নির্মিত ব্লকে ধস ও সাঙ্গু নদীর তীরবর্তী শতশত একর ফসলি জমি বিলীন হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকাবাসীরা অভিযোগ করেন সাঙ্গু নদী হতে বালু উত্তোলন বন্ধ না হলে নলুয়া ইউনিয়নের ফসলি জমি ও বহু বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আবু মুসা, আহমদ মিয়া, মিজানুর রহমান, মোজাম্মেল হক, লোকমান হাকিম, জালালসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন আক্তারুল ইসলাম, খোকন আহমেদ, আহমদ মিয়া, আবু সুফিয়ান, প্রদীপসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নজরদারি রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে প্রশাসন।

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া প্রতিনিধি,

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর