আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ছমদিয়া পুকুর পাড়ে বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ২.৩০ টার দিকে উপজেলার ছমদিয়া পুকুর পাড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় সাতকানিয়া উপজেলার ছমদিয়া পুকুর পাড়ে বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় ৪টি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪ জন কে ৪ টি মামলায় ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় কাচা বাজারের ব্যবসায়ীদের পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ এর বিষয়ে সতর্ক করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ফারিস্তা করিম জানান,অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়।জনস্বার্থে উপজেলা প্রশাসন এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।