নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাংলা বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।রবিবার (৪ মার্চ) দুপুর ১ টার দিকে উপজেলার বাংলা বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর,ছাত্র প্রতিনিধি,সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।ভ্রাম্যমান আদালত সূত্র জানাই অভিযানে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে ব্যবাসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।পণ্যের মোড়কে নির্ধারিত তথ্য না থাকায় এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন কে ২ টি মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়াও একটি দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন চিত্র প্রদর্শন করায় ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ফারিস্তা করিম জানান,অভিযানে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে ব্যবাসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ক্রয়কৃত মূল্যের রশিদ সংরক্ষণ করতে বলা হয়।ক্রয়রশিদ না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় সংশ্লিষ্ট ধারায় অর্থদণ্ড দেওয়া হয়,এ সময় ভেজাল নিয়ন্ত্রণে রমজান মাস ব্যাপি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।