আজ ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় বাজার দীঘির উত্তর পারস্থ জেলা পরিষদের নির্মানাধীন কাজ চলমান রাখার দাবী হকার বয়বসায়ীদের


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম 
হকারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করে চট্টগ্রাম সাতকানিয়া সদরের স্থানীয় কিছু কুচক্রী মহল  চট্টগ্রাম জেলা পরিষদের চলমান কাজ বাধাগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে  বলে জানিয়েছেন,সাতকানিয়া জেলাপরিষদ মার্কেটের হকার ব্যাবসায়ীরা। তারা বলেন হকাররাও মানুষ, তাদের ও তাদের পরিবারকে বাঁচতে দিতে হবে। কোনো হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারি করতে চায় না। পরিবার পরিজনের ভরণপোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে নামে।প্রতিবাদ ও মানববন্ধনে তারা আরো বলেন বাসা ভাড়া, ছেলে–মেয়েদের স্কুলের বেতন ও ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে পারছে না। তাই হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন বেশি জরুরি। তা না হলে লক্ষ লক্ষ হকার বেকার হয়ে দেশের জন্য অভিশাপ হিসেবে দেখা দিবে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টার দিকে, সাতকানিয়া জেলাপরিষদ মার্কেটের সামানে হকার ব্যবসায়ীদের এক  মানববন্ধন  সমাবেশ অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষ সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার,ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
বারাবর,সাতকানিয়া বাজার দীঘির উত্তর পারস্থ জেলা পরিষদের নির্মানাধীন কাজ চলমান রাখার দাবীতে স্মারকলিপি প্রদান করেন।
প্রতিবাদ ও মানববন্ধনে হকার ব্যবসায়ী মোহাম্মদ মিজান বলেন- চট্টগ্রাম জেলা পরিষদের নির্মাণাধীন সাতকানিয়া জেলা পরিষদ মার্কেট। এখানে এক সময় মাদকে আখড়া ছিল।আমরা হকার ব্যবসায়ীরা ছোট ছোট দোকানের স্থাপন করার পর চতুর পাশে আলোকিত হয়ে ওঠে। আমাদের দাবী বর্তমান জেলা পরিষদের  চলমান কাস অব্যাহত থাকুক। হাকার ব্যাবসয়ী মোহাম্মদ সালাহউদ্দিন বলেন সাতকানিয়া দিঘীর পাড় প্রাচীন যুগের,এই দিঘির পাড়ের চতুর পাশে বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে এর ফলে শত শত হকারের জীবিকার একমাত্র আয়ের উৎস ছোট ছোট দোকান গুলো।জেলা পরিষদ হকারদের পূর্ণবাসন করার জন্য,যে উদ্যোগটি নিয়েছে তা কিন্তু প্রশংসনীয়,এই প্রশংসনীয় কাজকে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে কিছু অসাধু ব্যাক্তি মহল উঠেপড়ে লেগেছে।যেহেতু জায়গাটি জেলা পরিষদের অধীনে। তাই এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের। প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে পূর্ণ নির্ধারিত কাজ দ্রুত  সম্পন্ন করা হোক। তাতে অধিকাংশ বেকার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকার পাবে রাজস্ব। মানববন্ধন শেষে  এতে বক্তব্য রাখেন,হকার ব্যবসায়ী মোহাম্মদ মিজান।হকার ব্যবসায়ী মোহাম্মদ হোছাইন,এসে অংশগ্রহণ করেন তারেকুল রহমান আজাদ,মোহাম্মদ সালাউদ্দিন সহ বিপুল সংখ্যক হকার ব্যাবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর