সাতকানিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় নিজ বসতঘর থেকে আহত এক বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্বজন ও স্থানীয়রা। গত সোমবার রাতে সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজর পাড়ার নিজ বাড়ি থেকে মোহাম্মদ ইছহাক মিয়াকে উদ্ধার করা হয়। আহত মোহাম্মদ ইহসাক মিয়া (৭৪) গোয়াজর পাড়ার দয়ার বাপের বাড়ির ভোলা মিঞার ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, একজন বৃদ্ধকে মারধর করে অচেতন অবস্থায় ফেলে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে পুলিশ যাওয়ার আগেই ওই বৃদ্ধকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জায়গাজমির বিরোধে ওই বৃদ্ধকে মারধর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
সাতকানিয়া প্রতিনিধি
Leave a Reply