নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।এবারের প্রতিপাদ্য ছিল “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেড়া হবো বিশ্বময়”বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৮ টি স্টল অংশগ্রহণ করে ও ৭টি স্টলে উদ্যোক্তারা বিভিন্ন প্রদর্শনী সহকারে অংশগ্রহণ করে।অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাবগুলোর পক্ষ থেকে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার আয়োজনের আহ্বান জানানো হয়।১৫ ও ১৬ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলার স্টলগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম উদ্দিন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তৌহিদুল ইসলাম মাসুম,রাফি,রায়হানসহ উপজেলার অধিকাংশ দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,মেলাটি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দরা ।
Leave a Reply