নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া >>> চট্টগ্রামের সাতকানিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ‘তারুণ্যের ভূমিকায় আগামীর বাংলাদেশ’ শান্তি, শৃঙ্খলা, উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাং সামছুদ্দীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল হান্নান আলম।উপজেলা মৎস কর্মকর্তা জাকিয়া আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণ লাল দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।কর্মশালায় বক্তারা বলেন, দেশে তারুণ্যের শক্তি অপার সম্ভাবনাময়। এই শক্তিকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা গেলে দেশ এগিয়ে যাবে।
Leave a Reply