আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে সাতকানিয়া উপজেলায় এনএসআই ও পুলিশের এর যৌথ অভিযানে ৭০০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা করা হয়েছে।সোমবার (৯ মার্চ) টার দিকে,উপজেলার কেরানীহাটে- বান্দরবান মহাসড়কের এলিট হসপিটালের সামনে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত মোঃ আবু বক্কর (৩৯),উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড,এলাকার মোঃ আবদুস সোবহান'র পুত্র।অভিযান সূত্রে জানা যায় উপজেলার কেরানিহাট এলাইট হসপিটালের সামনে থেকে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় এনএসআই ও পুলিশের এর যৌথ অভিযানে ৭০০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।যার স্থানীয় মূল্য - ২ লক্ষ ১০ হাজার টাকা।এই বিষয়ে থানায় একটি মামলা হয়।মামলা দায়ের করা হয়েছে।