অনলাইন ডেস্ক: মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাওয়ার পথে রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন জামায়াত কর্মী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রবিবার রাতে রাজশাহীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হলে হতাহতের এই ঘটনা ঘটে। বাস দুটিতে করে চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা পিরোজপুর যাচ্ছিলেন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০) বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫) এবং জোবদুল হকের ছেলে মিজানুর রহমান (৩২)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায়, রাজশাহীর খড়খড়ি বাইপাস সড়কে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ড্যাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাকবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে দ্বিতীয় বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে যায়। পরে দূুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতবৃন্দ। মহানগর জামায়াতের সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক।
জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন বলে জানান এই নেতা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার শংকর কে বিশ্বাস জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ৪০ জনকে ভর্তি হয়েছে।
Leave a Reply