আজ ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংবাদিকদের প্রতি চসাসের ঈদ শুভেচ্ছা: সম্প্রীতির বার্তা


নিউজ ডেক্স >>> চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)-এর পক্ষ থেকে দেশের সকল সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। অদ্য (৩০ মার্চ) রবিবার সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয়।সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন, “ঈদুল ফিতর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় করবে। আমরা আশা করি, ঈদের এই আনন্দ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে এবং সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনবে।”তিনি আরও বলেন, “গণমাধ্যমকর্মীরা জাতির দর্পণ। তারা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে সমাজের সঠিক চিত্র তুলে ধরেন। ঈদ আমাদের মধ্যে ঐক্য ও সহযোগিতার নতুন বার্তা নিয়ে আসুক—এটাই আমাদের প্রত্যাশা।”চট্টগ্রাম সাংবাদিক সংস্থা (চসাস)-এর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর