আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সল্টগোলা মোড় প্রাইমমুভার শ্রমিকদের সড়ক অবরোধ


চাটগাঁর সংবাদডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় সড়ক অবরোধ করেছে প্রাইম মুভার শ্রমিকরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০ টায় নগরীর কাস্টমস ও সল্টগোলা মোড় এলাকার রাস্তার দুপাশে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা, যা এখনও চলছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের পণ্য লোড-আনলোড এবং ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আজ বুধবার সকালেও দেখা যায়, কাস্টমস ও সল্টগোলা মোড়ে উভয়পাশের সড়ক অবরোধ চলছে। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে বন্দরের পাশাপাশি পতেঙ্গা, অলংকার ও বিমানবন্দর এবং শেখ মুজিব রোডেও তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন এবং অনেককে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয়।

স্থানীয়রা জানান, কিছু বিক্ষোভকারী চালকদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার কবির আহম্মদ বলেন, “শ্রমিকরা তাদের সহকর্মীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। এর ফলে চট্টগ্রাম বন্দরের দিকে যান চলাচল বন্ধ রয়েছে, যা রপ্তানি-আমদানির কার্যক্রম ব্যাহত করছে। আমরা তাদের অবরোধ প্রত্যাহারের জন্য বোঝানোর চেষ্টা করছি।”

এদিকে, বিক্ষোভকারী শ্রমিকরা অভিযোগ করেছেন, সংঘর্ষের পর তাদের কয়েকজন সহকর্মী নিখোঁজ রয়েছেন। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কায়েস চৌধুরী বলেন, “সংঘর্ষের পর প্রায় ২০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। আমরা সেনাবাহিনীর সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেব। আমাদের শ্রমিকদের ওপর হামলার দায়ীদের বিচার চাই।”

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর