আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সমুদ্রসৈকতে গোসলে নেমে উখিয়ার সায়মন শামীমের মৃত্যু


শ.ম.গফুর:

কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. সায়মন সামীম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

মৃত যুবক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন জানান, রবিবার বিকালে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্টে সায়মন শামীমসহ তিন বন্ধু গোসল করতে নামেন। তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিলেন। এক পর্যায়ে সায়মন শামীমের সঙ্গে থাকা টিউবটি ঢেউয়ের তোড়ে ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে সায়মন শামীম ভেসে যেতে থাকেন। এ সময় বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও তার সন্ধান পাননি। পরে বিকাল সাড়ে ৫টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর সায়মন শামীমকে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর