আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক


চাটগাঁর সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠকে বসছেন বিএনপির শীর্ষ নেতারা।

বৈঠকে বিএনপির পক্ষে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিএনপি সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তুলে ধরা হবে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হতে পারে।

এর আগে গত শুক্রবার দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গত রোববার সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, ভোটের সময় নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) কোনো প্রস্তাব দেওয়া হয়নি। তবে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আছে। সেখানে ভোটের সময়সীমা নিয়ে কথা বলা হবে।

তিনি আরও বলেন, বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর