ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> বান্দরবানে জেলা সদরে সড়ক ও জনপদ কলোনির স্টাফ কোয়াটারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত ৯টার দিকে হঠাৎ করে সিএমবি কলোনীতে আগুন দেখতে পাই। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেন। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় নগদ টাকাসহ ৮টি বসতঘর।বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন।অপরদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়ে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে বান্দরবান সদর সেনা জোনের পক্ষ থেকে সড়ক ও জনপথ কলোনীতে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা তুলে দেন সেনা জোনের কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান।এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের প্রত্যেককে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে মোট সাড়ে ২২ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়।সেনা জোনের কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয়, সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্যও সবসময় প্রস্তুত। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে আমরা আপনাদের সহায়তা করবো। এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।
Leave a Reply