পূর্ব বাকলিয়া নিবাসী মরহুম হাজী সাবের আহমেদ-এর সহধর্মিণী এবং HSAT CONTAINER YARD ডিপোর চেয়ারম্যান, এম ডি, ও ডিরেক্টর এর আম্মাজান ২৪/১/২২ খ্রি: তারিখে বিকেল ০৫.২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন HSAT CONTAINER YARD-ডিপোর সকল কর্মকর্তা ও কর্মচারীগণ । মরহুমার ১ম জানাজা দেওয়ান হাট বায়তুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে(ধনিয়ালা পাড়া) সকাল ১০ ঘটিকায় এবং ২য় জানাজা পূর্ব বাকিলিয়া মাজার গেইট সংলগ্ন বায়তুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে দুপুর ০২ ঘটিকায় সম্পন্ন করে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply