[caption id="attachment_37942" align="aligncenter" width="600"] সংগৃহীত[/caption]
মানুষের ত্বকের ধরন একেক রকম হলেও শীতে সবারই ত্বক হয়ে ওঠে শুষ্ক। তাই এ সময় সবার ত্বকেরই বিশেষ যত্ন নিতে প্রতিনিয়ত চারটি খাবার খাওয়া প্রয়োজন বলে মনে করেন পুষ্টিবিদরাও।
কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট এবং চিনাবাদাম স্বাস্থ্যের পাশাপাশি ত্বকেরও বিশেষ যত্ন নেয়। ভিটামিন ই সমৃদ্ধ কাজু ও কাঠবাদাম ত্বকের শুষ্কভাব দূর করতে সাহায্য করে । আখরোটে রয়েছে কোলিন, জিঙ্ক, সেলেনিয়াম, ওমেগা ৩ এবং ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড। এসব পুষ্টি উপাদান ত্বককে সুস্থ রাখে।
জেনে নিনঃ রসুনের উপকারীতা ও কীভাবে রসুন খেলে উপকার হয়
কলা শরীরের জন্য যতটাই উপকারী, ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে ও একইভাবে কার্যকরী। কলা হচ্ছে প্রাকৃতিক উপাদান যা ত্বককে ময়েশ্চারাইজ করে। কলার মধ্যে রয়েছে ভিটামিন সি ও এ, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং কার্বোহাইড্রেট। এ সব উপাদান শুষ্ক ত্বকের সমস্যাকে দূর করার জন্য ভীষণভাবে কার্যকর ভূমিকা রাখে ।
ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বেশ ভালো কাজ করে দুধ। তাই শীতেকালে সকালে অথবা রাতে কুসুম গরম দুধ খেয়ে নিন।
আর ঘুমাতে যাওয়ার পূর্বে ২ চামচ দুধের সঙ্গে ১/২ চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে আপনার ত্বক ধুয়ে নিন। ত্বকের শুষ্কতা নিমিষেই দূর করে এটি।
৪। মধু: সকালের নাশতার পর অথবা বিকেলে শীতের এ সময়টাতে ১/২ চামচ মধু খেয়ে নিন। শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বকের স্বাস্থ্য সুরক্ষাতেও ম্যাজিকের মতো কাজ করে মধু।
মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। তাই শুষ্ক ত্বককে দ্রুত সারিয়ে তুলতে পারে এই মধু।