রবিউল ইসলাম, বগুড়া
বগুড়া শিবগঞ্জ বাজারে বিক্রির উদ্দেশ্যে গভীর রাতে মরা গরু জবাইয়ের প্রস্তুতিকালে দুই কসাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি সহ চাকু উদ্ধার করা হয়।
রবিবার দিবাগত রাত তিনটায় অর্জুনপুর ব্রিজ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককিতরা হলো পৌর এলাকার রাঙ্গামাটি গ্রামের ওছির উদ্দিন ফকিরের ছেলে রাজা ফকির ( ৫৭) ও একই গ্রামের মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ( ৪০)। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান।
তিনি জানান, রাত্রীকালীন নিয়মিত ডিউটির সময় রাত তিনটায অর্জুনপুর ব্রিজে অটোভ্যানের উপর গরুসহ দুজনকে দেখে সন্দেহ হয়। এরপর তাদের কাছের গিয়ে দেখেন অটোভ্যানের রাখা গরুটি জিহ্বা বের করে দাঁত দিয়ে কামড়ে ধরে রাখা অবস্থায় পড়ে আছে। জিজ্ঞাসাবাদের এক প্রর্যায়ে স্বীকার করে যে মুত গরু জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো তারা । ওসি আরো জানান গরুটি মৃত ছিল কি না, তা জানতে মাংস পরীক্ষার জন্য পাঠানোসহ তাদের বিরুদ্ধে মামলার মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply