রবিউল ইসলাম, বগুড়াঃ
জামায়াতে ইসলামী বাংলাদেশ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ২০০৬ সালে ২৮ অক্টোবর দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসী বাহিনীদের লগি-বৈঠার তান্ডবে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৮ অক্টোবর ২৪ সোমবার বিকেলে ৪ ঘটিকায় শহীদ মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ৩৭ শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান,তিনি বলেন ফ্যাসিস জুলুমকারী অত্যাচারী নির্যাতনকারী ও স্বৈরশাসকের হাত থেকে এ দেশের মানুষ রক্ষা পেয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, বগুড়া শহর শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আ ন ম আলমগীর হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া পশ্চিম জেলা শাখার নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হাকিম। উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।