আজ ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা


রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধোপাকুর গ্রামের লিমা খাতুন(২৫) নামে এক গৃহবধূকে হাতের রগ কেটে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।

নিহত লিমা খাতুনের বাবা আফজাল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় তার জামাই মাসুদের চতুর্থ স্ত্রীর ছোট বাচ্চার আকিকার অনুষ্ঠানে আমার মেয়েকে নিয়েযেতে চাইলে আমার মেয়ে সেখানে যেতে অস্বীকৃতি জানায় বলে আমার মেয়েকে সে শারীরিক ভাবে নির্যাতন করে একপর্যায়ে হাতের রগ কেটে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে।
তিনি আরো বলেন আমার জামাই মাসুদ আমার মেয়েকে ঠিকমতো সে ভরণপোষণ দিত না। নিহত লিমা খাতুনের বাবা আফজাল হোসেন আরো বলেন, মাসুদ আমার মেয়েকে রেখে আরও ৩টি বিয়ে করেছে।

এই বিষয়ে শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, নিহতের বাম হাতে আঘাতের চিহ্ন আছে। এ ছাড়া তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা নিহতের ছেলের সঙ্গে কথা বলেছি।

যেহেতু নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তাই মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুকুর আলী বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এই বিষয় টি সুস্পষ্ট জানা যাবে আসলে এটি আত্মহত্যা নাকি হত্যা করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর