অর্থনেতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে অর্থনেতিক শুমারি ২০২৪ এর মূল শুমারি উপলক্ষে উপজেলা কমিটির অবহিতকরণ সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে সোমবার ( ১৮ নভেম্বরের) সকালে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুন নাহার, মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম সাবু, শিবগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুস শুকুর, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, আব্দুল হাকিম, পরিসংখ্যান তদন্তকারী সাব্বির আলম প্রমূখ।
রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি