আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জের তরুণ সমাজ সেবক হিসেবে কাজ করছেন শরিফুল ইসলাম


রবিউল ইসলাম, বগুড়া

প্রতিটি মানুষের স্বপ্ন থাকে, তবে স্বপ্নের পথে পা বাড়ালেই একের পর এক আসতে থাকে প্রতিবন্ধকতা। যে ব্যক্তি এসব প্রতিবন্ধকতা ডিঙিয়ে এগিয়ে যাবেন তিনিই হবেন সফল। এমনই একজন তরুণ সমাজ সেবক শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আলোর দূত ফাউন্ডেশনের উপদেষ্টা শরিফুল ইসলাম যিনি অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। তিনি রাজনীতিক নেতা হিসেবেও জাতীয়তাবাদী দল বিএনপি তথা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ বাস্তবায়নে তারই সুযোগ্য পুত্র তারেক নেতৃত্বে এলাকার উন্নয়নে ও গরীব অসহায় মানুষের পাশে থেকেছেন সর্বদায়। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসি ও দানশীল মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। তিনি যুব সমাজকে মাদক ছেড়ে খেলাধুলা মনোনিবেশ করা জন্য বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ ও প্রতিযোগিতার আয়োজন করে চলেছেন।

তিনি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকল শ্রেনী পেশার মানুষের সমর্থন ও দোয়া চেয়ে যাচ্ছেন।

এলাকার সাধারণ মানুষেরা জানান, আমাদের দুঃখ দুর্দশায় সহজেই তাঁকে পাশে পাওয়া যায়। ইতোমধ্যে তিনি আলোর দূত ফাউন্ডেশন উদ্যোগে সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তিনি এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্ন প্রকার সেবামূলক কাজ করে যাচ্ছেন।

এব্যাপারে শরিফুল ইসলাম বলেন, মানব সেবাই মানুষের প্রকৃত ধর্ম হওয়া উচিৎ। চেষ্টা করছি অসহায়, গরীব দুঃখী মানুষের পাশে থেকে যতটা সহায়তা প্রদান করা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর