আজ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহেদা-জাফর ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩০০ দুস্থ ও গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে শাহেদা-জাফর ফাউন্ডেশন।

সামাজিক ও মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ফাউন্ডেশনটি প্রতি বছর বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের ইফতার বিতরণ কার্যক্রমে প্রতিটি পরিবারের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত প্যাকেটে রাখা হয়—ছোলা (২ কেজি), পেঁয়াজ (১ কেজি), চিনি (১ কেজি), মুড়ি (১ কেজি), সয়াবিন তেল (১ লিটার), খেজুর (১/২ কেজি) ও চিড়া (১ কেজি)।

শাহেদা-জাফর ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী আলহাজ্ব এম. এ. জাফর, চাটগাঁর টিভির উপদেষ্ঠা মহোদয় যিনি একই সঙ্গে এলডিপি যুক্তরাষ্ট্রের সভাপতি ও এলডিপি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সমাজের কল্যাণে মানবিক কাজের নিরলস প্রচেষ্টায় এই মহতী উদ্যোগের অন্যতম উদ্যোক্তা।

এই উদ্যোগ সম্পর্কে আলহাজ্ব এম. এ. জাফর বলেন,”রমজান সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এই মাসে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সমাজের সব মানুষ একসঙ্গে ইফতারের আনন্দ উপভোগ করুক। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “প্রতি বছর শাহেদা-জাফর ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়ায়। এই ইফতার সামগ্রী পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।”

শাহেদা-জাফর ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যার মধ্যে দরিদ্র পরিবারে ত্রাণ সহায়তা, চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ এবং শীতবস্ত্র প্রদান অন্যতম।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর