আজ ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আলোচনা সভা 


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তি্যুদ্ধের সময় যখন কোন ভাবেই আমাদের সাথে পেরে উঠছিল না, তখন তারা বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা করেন। তাদের উদ্দেশ্য ছিল আমাদের দেশকে এ হত্যার মাধ্যমে মেধা শুন্য করা, যাতে আমরা আর মাথা তুলে দাড়াতে না পারি।

শহিদ বুদ্ধিজীবীরা একটি সাধীন ও উন্নত বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছিল। তিনি আরো বলেন,জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন ভাবে সাধীনতা অর্জন করেছি।এখন সাধীনতা রক্ষা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সাইফ নেওয়াজ।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীরমুক্তি্যোদ্ধা ও শিক্ষকরা।এর আগে দিবসটি উপলক্ষে ভোরে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর