আজ ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শঙ্খতট খেলাঘর আসরের সম্মেলন সম্পন্ন


স্টাফ রিপোর্টার: খেলাঘর আসর সারা বাংলাদেশে শিশু-কিশোরদের মেধা বিকাশের ক্ষেত্র তৈরী করছে। এই সংগঠনকে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন নতুন নতুন ধ্যান-ধারণার পরীক্ষাগার হিসেবে আজকের শিশু-কিশোররা কাজ করতে পারে। শিক্ষাক্ষেত্রে শিশুদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে তাদের গিনিপিগ হিসেবে ব্যবহার না করার আহবান জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজ। তিনি বলেন, এ অঞ্চলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় শঙ্খতট খেলাঘর আসর। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠন অত্র এলাকার শিশু-কিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।

গতকাল মঙ্গলবার সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী ঐতিহ্যবাহী শঙ্খতট খেলাঘর আসরের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শিক্ষক প্রণব বসাকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খেলঘর চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও প্রাবন্ধিক জসীম চৌধুরী সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাঘর- চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি অধ্যাপক বিপ্লব বসু, সাধারণ সম্পাদক এডভোকেট শৈবাল আদিত্য, সম্পাদক মণ্ডলীর সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সামশুল ইসলাম, ডাঃ অজিত দেব, আবদুল মান্নান, ওসমান আলী। এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন শঙ্খতট খেলাঘর আসরের উপদেষ্টা পরিষদের সভাপতি হোসেন উদ্দীন আহমদ ভূট্টো।
তারেক উদ্দীন জিসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন শঙ্খতট খেলাঘর আসরের সভাপতি মাস্টার নুরুল আবছার। শুভেচ্ছা বক্তব্য ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. সু্ব্রত দেব সজীব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক নেতা আবুল কালাম চাষী, মো. নাসির উদ্দীন, ডা. সন্তোষ কান্তি দেব, মাস্টার মোস্তাকুর রহমান টিপু, আহমদ হোসেন কোম্পানী, মো. সেলিম উদ্দীন প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মাস্টার নুরুল আবছারকে সভাপতি এবং ডা. সুব্রত দেব সজীবকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় । পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর