আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় দুই বন্ধু মিলে ৩য় বন্ধুকে হত্যা আটক ৩


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা অনলাইন ভিত্তিক জুয়া খেলাকে কেন্দ্র করে,চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে (১৪ জানুয়ারি) মঙ্গলবার সকাল ৭টার সময় উপজেলার উত্তর কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম স্টেশনের কালি মন্দিরের এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এইসব তথ্য নিশ্চিত করেন।নিহত জাহেদ উত্তর কলাউজান ইউনিয়নের রুসুলাবাদ পাড়ার এলাকার কোরবান আলীর পুত্র।পেশায় তিনি একজন রাজমিস্ত্রী বলে জানা গেছ।জাহেদের পরিবারের দাবি- জাহেদের সাথে অনলাইন জুয়া খেলার টাকা ও মোবাইলের লোভে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে।জাহেদের মা রিজিয়া বেগম বলেন, সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ইমন নামের এক বন্ধুসহ চারজন মিলে জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।রাতে জাহেদ আর বাড়ি আসেনি।সকালে ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যায়।জাহেদের মা অভিযোগ করে আরও বলেন,আমার ছেলের সাথে কারও কোনো শত্রুতা ছিল বলে আমার মনে হয়না।তার মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য বন্ধুরাই তাকে হত্যা করেছে।আমি তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার দাবি করছি।স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ বলেন,সকালে লালামার ঘাটে জাহেদের মরদেহ দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন।লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুর রহমান বলেন,জাহেদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় ইমনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর